,

it-shop.Com

মোদীকে আবারো কটাক্ষ প্রকাশ রাজের

Spread the love

অনলাইন ডেস্ক : বিজেপি তথা উগ্র হিন্দুত্ববাদ বিরোধী হিসেবে সুপরিচিত অভিনেতা প্রকাশ রাজ আবারো সরব। কর্ণাটকে বিজেপি সরকারের পতন হতেই তিনি টুইটে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন। প্রকাশ রাজ লিখেছেন, ৫৬ ইঞ্চির বড়াই ভুলে যান। ৫৫ ঘণ্টা সরকার সামলানোর ক্ষমতা নেই।

তার এ টুইটের পর ফের সরগরম হচ্ছে রাজনীতি থেকে বিনোদন মহল।

সন্ত্রাসবাদ দমন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন তার বুকের ছাতি ৫৬ ইঞ্চি। তিনি অকুতোভয়। সেই মন্তব্যকে কটাক্ষ করেছেন প্রকাশ রাজ।

দক্ষিণী এই অভিনেতার আরও অভিযোগ, তিনি বিজেপির কড়া সমালোচক বলেই বলিউডে কাজের সুযোগ কমে গিয়েছে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর