,

it-shop.Com

সৌদিতে অল্পের জন্য রক্ষা পেলেন ১৪১ বাংলাদেশি

Spread the love

অনলাইন ডেস্ক :যান্ত্রিক ত্রুটির কারণে মদিনা থেকে ঢাকাগামী সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি উড্ডয়নের পর স্থানীয় সময় রাত ৮টার দিকে যাত্রিক ত্রুটি দেখা দিলে জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দরে সৌদি এয়ারবাস এ-৩৩০-২০০ উড়োজাহাজ অবতরণ করে।

প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটির ফ্লাইট নম্বর ছিল এসভি৩৮১৮। এ সময় এতে ১০ জন ক্রু ও ১৪১ জন বাংলাদেশি যাত্রী ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সৌদি এয়ারলাইনসের মুখপাত্র আবদুর রাহমান আল তায়েব বলেন, ‘সোমবার রাত ৮টার দিকে উড়োজাহাজটি মদিনা থেকে বাংলাদেশের ঢাকা বিমানবন্দরের পথে রওয়ানা হওয়ার পরপরই উড়োজাহাজের হাইড্রলিক সিস্টেমে ত্রুটি ধরা পড়ে। তারপরই সিদ্ধান্ত নেয়া হয় উড়োজাহাজটি ঢাকায় না গিয়ে আবার জেদ্দাতে ফিরিয়ে নেওয়া হবে।’

খালিজ টাইমসেন প্রতিবেদনে বলা হয়, ৭০ জন যাত্রীকে এয়ারপোর্টেই চিকিৎসা দিয়েছে মেডিকেল টিম এবং চারজনকে স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে। এ ঘটনায় উড়োজাহাজটির সামান্য ক্ষয়ক্ষতি হলেও যাত্রীরা নিরাপদে আছেন বলে জানানো হয়েছে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর