,

it-shop.Com

নাটোরে প্রায় ৩ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

Spread the love

নাটোর প্রতিনিধি:

নাটোরে পৃথক অভিযানে প্রায় তিন হাজার পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে লালপুর এবং বড়াইগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার জোকাদহ গ্রামের মৃত আনজাল এর ছেলে মেহের আলী (৩৫) এবং বড়াইগ্রাম উপজেলার নগর এলাকার জামাইদিঘী গ্রামের সন্দেশ প্রামানিকের ছেলে সাইফুল ইসলাম (৪০)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার ভাদুর বটতলা মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৬’শ পিচ ইয়াবা সহ মেহের আলীকে গ্রেফতার করা হয়। পরে মেহের আলী সহ দুজনের নামে মাদক মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত (ওসি) শাহারিয়ার খান জানান, উপজেলার রাজাপুর থেকে চান্দাই বাজারে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে চান্দাই বাজারে অভিযান চালিয়ে ১২’শ পিচ ইয়াবা সহ সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

 

it-shop.Com

     এই বিভাগের আরও খবর