,

it-shop.Com

নাটোরে স্কুল ছাত্রীর নগ্ন ছবি অপরাধে দুই জনের জেল জরিমানা

Spread the love

লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
স্কুল ছাত্রীকে (১৪) নগ্ন ছবি বানিয়ে ব্ল্যাকমেল করার অপরাধে দুই যুবককে জেল-জরিমান দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নে ওই ঘটনা ঘটে। ওই ইউনিয়নের বিলবিয়াসপুর গ্রামের গোপাল চন্দ্রের ছেলে কম্পিউটার দোকানদার উত্তম কুমার (২২) ও মশিন্দা কান্দিপাড়ার আব্দুস সামাদের ছেলে রিপন (২৩) ওই ঘটনা ঘটায়। ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাদের আটক করে সহকারী কমিশনার (ভুমি) গনপতি রায়ের আদালতে হাজির করলে সমস্ত প্রমানাদি দেখে তিনি রায় প্রদান করেন। কম্পিউটার দোকানদার উত্তমকে ১০হাজার টাকা জরিমানা এবং রিপনের ৩ মাসের কারাদন্ডদেশ প্রদান করা হয়েছে। জানাযায়, ওই দুই যুবক স্কুল ছাত্রির মাথা কেটে অন্য নগ্ন ছবির সাথে লাগিয়ে তাকে কুপ্রস্তাব দিয়ে অপকর্মে বাধ্য করার চেষ্টা করে। ছাত্রীটি ওই ঘটনা পরিবারের লোকজনের কাছে জানালে তারা আইনের আশ্রয় নেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) গনপতিরায় জানান, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় ওই রায় প্রদান করা হয়েছে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর