,

it-shop.Com

নাটোরে বালাই নাশক ব্যবহারকারীদের কর্মশালা

Spread the love

লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় বালাই নাশক নিরাপদ ও বিচকক্ষণ ব্যবহার শীর্ষক ব্যবহারকারীদের দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশ ক্রপ প্রটেক্টর এ্যাসোসিয়েশন (বিসিপিএ) এর আয়োজনে নলডাঙ্গা হাই স্কুল চত্বরে আয়োজিত এই কর্মশালায় নাটোর জেলার প্রান্তিক পর্যায়ের বিভিন্ন এলাকার মোট ৬০জন কীটনাশক ব্যবহারকারী অংশ নেন। প্রশিক্ষণ কর্মশালায় আবাদী জমির ফসলে বিভিন্ন ধরণের কীট-পতঙ্গ ও রোগ-বালাই দমনে কীটনাশকের সঠিক ব্যবহার বিধি তুলে ধরা হয়। এতে প্রধান বক্তবা হিসেবে উপস্থিত ছিলেন বিসিপিএ এর রাজশাহী বিভাগের আহবায়ক কৃষিবিদ আব্দুল মালেক। বিসিপিএ নাটোর জেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও প্রশিক্ষক শাহাদুল ইসলাম।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর