,

it-shop.Com

মাত্র ১৩ টাকা ভাড়ায় গার্লফ্রেন্ড

Spread the love

অনলাইন ডেস্ক : আধুনিকতার এ যুগে ভাড়ায় মিলছে গার্লফ্রেন্ড! শপিংমলে গিয়ে মাত্র ১৩ টাকার মায়া ত্যাগ করলেই মিলবে এ সুযোগ।

একসঙ্গে ঘোরা, খাওয়া-দাওয়া, আড্ডা, সেলফি তোলার সুযোগ পাওয়া যাবে ওই ১৩ টাকার মধ্যেই।

মূলত ক্রেতা টানতে এমন অফারই দিয়েছে একটি শপিংমল। আর এমন অদ্ভুত ঘটনাটি ঘটছে দক্ষিণ চীনের হিউয়ান শহরের ভাইটালিটি সিটি নামে একটি শপিংমলে।
দ্য সান এর এক প্রতিবেদন থেকে আরও জানা যায়, যারা গার্লফ্রেন্ড হিসেবে থাকবেন, তারা সবাই মডেল। সেখান থেকে যে কোনো একজনকে পছন্দ করে তার সঙ্গে ঘোরার সুযোগ থাকবে ২০ মিনিটের জন্য। আর এ ২০ মিনিটের জন্য চীনা মুদ্রায় ১ আরএমবি ভাড়া দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ টাকার চেয়ে কিছুটা বেশি। বিশেষ বার কোডের মাধ্যমে এ টাকা পে করতে হবে। আর ২০ মিনিট ঘোরা হয়ে গেলে ওই মডেলকে আগের জায়গায় এনে ছেড়ে দিতে হবে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর