,

it-shop.Com

নাটোরে ফুটবল লীগ শুরু

Spread the love

লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে এবং নাটোর জেলা ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় তৃতীয়বারের মতো জেলা ফুটবল লীগ শুরু হয়েছে। নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত এই লীগের প্রথম আটদিনে মোট ১৫টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এই লীগ খেলায় নাটোর জেলার বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠান থেকে মোট ২২টি দল অংশ নিচ্ছে। নাটোর জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল জানান, ফাইনাল পর্যন্ত প্রতিদিন দু’টি করে প্রায় ৪০টি খেলা অনুষ্ঠিত হবে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর