,

it-shop.Com

আইপিএল জ্বরে আক্রান্ত সানি লিওন, ধোনিতেই মুগ্ধ

Spread the love

অনলাইন ডেস্ক :

বর্তমানে আইপিএল জ্বরে আক্রান্ত গোটা ভারত। সানি লিওনিও সেই ক্রিকেট-জ্বরে আক্রান্ত। তাইই সম্প্রতি টুইটারে সানি ফাঁস করলেন তার প্রিয় ক্রিকেটারের নাম।

একটি ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট দলই যে তার প্রিয় দল তাও জানিয়ে দিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন তার প্রিয় ক্রিকেটারের নাম।

ভারতীয় ক্রিকেটে বহু তারকার জন্ম হয়েছে। এই মুহূর্তেও একাধিক ক্রিকেটার রয়েছেন, যাদের জনপ্রিয়তা তুঙ্গে। তবে কোনও নবীন ক্রিকেটার নয়, সানির পছন্দ এক সিনিয়র ক্রিকেটারেরকেই। তিনি মহেন্দ্র সিংহ ধোনি।

এবারের আইপিএলেও ধোনি ম্যাজিক অব্যাহত। এই মুহূর্তে ধোনির দল চেন্নাই লিগ টেবিলের দুই নম্বরে। সেই ধোনিতেই মুগ্ধ সানি লিওনও।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর