,

it-shop.Com

মুম্বাই চারে উঠল কলকাতাকে হটিয়ে

Spread the love

অনলাইন ডেস্ক :

কলকাতার মাঠে নাইটদের বিধ্বস্ত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। শীর্ষ চার থেকে তাদেরকে সরিয়ে উঠে গেছে চারে। মুম্বাই শেষের দিকে এসে যেভাবে খেলতে শুরু করেছে তাতে চার থেকে তাদের সরানো সহজ হবে না। ঘরে মাঠে নাইটদের ২১০ রানের লক্ষ্য দিয়ে ১০৮ রানে অলআউট করে দিয়েছে রোহিত শর্মার দল।

চলতি আসরে মুম্বাই প্রথম আট ম্যাচে দুই জয় নিয়ে ধুকছিল। সেখান থেকে ১১ ম্যাচে পাঁচ জয় দলটির। শেষ তিন ম্যাচের তিনটিতেই জিতেছে মুস্তাফিজদের দল। তবে শেষ পাঁচ ম্যাচে মুম্বাই দলে নেই বাংলাদেশের বামহাতি পেসার। এই হারে কলকাতা চার মৌসুমে মুম্বাইয়ের বিপক্ষে কোন জয় পেল না।

প্রথমে ব্যাট হাতে ২০ ওভারে ২১০ রান তোলে রোহিত শর্মা বাহিনি। মুম্বাইয়ের সব ব্যাটসম্যানই কম বেশি রান পেয়েছেন এ ম্যাচে। দেয়ালে তাদের পিঠ ঠেকে গেছে বলে কথা। ওপেনার সূর্যকুমার যাদব করেছেন ৩৬ রান।ইভান লুইসের অবদান ১৮। রোহিত শর্মা করেছেন ৩৬, হার্দিক পান্ডিয়ার ১৯।

তবে বড় ঝড়টা তুলেছেন ইশান কিশান। মাত্র ২১ বলে পাঁচটি চার এবং ছয়টি ওভার বাউন্ডারির সুবাদে করেছেন ৬২ রান। তাছাড়া বেন কাটিং দেখিয়েছেন ৯ বলে ২৪ রানের আর এক ঝড়। সব মিলেয়ে স্কোর বোর্ডটা ফুলিয়ে ফাঁপিয়ে ২১০ এ দাঁড় করায় গতবারের চ্যাম্পিয়নরা।

ব্যাটসম্যানদের পরে দায়িত্ব বুঝে নেন মুম্বাই বোলাররা। তিন পেসার হার্দিক পান্ডিয়া, ম্যাকক্লেনেঘান, বুমরাহরা প্রথম ১০ ওভারেই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে কলকাতাকে। তাদের তোপে ১০ ওভারের মধ্যেই কলকাতার ৬ ব্যাটসম্যান সাজঘরে ফিরে যান। শেষ দিকে বোলাররা ব্যাটসম্যান হয়ে যাওয়ায় একশ’ পেরোয় কলকাতা।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর