,

it-shop.Com

হাই হিল কেড়ে নিলো শিশুর প্রাণ

Spread the love

অনলাইন ডেস্ক : হাই হিল পরেছিলেন এক নারী। সেই হিল পিছলেই কোল থেকে পড়ে মৃত্যু হলো তার ছয় মাসের সন্তানের। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের কল্যাণে।
মহাত্মা ফুলে থানা সূত্র জানিয়েছে, শনিবার দুপুর ৩টার দিকে এই ঘটনা ঘটে। ওই সময় মোহাম্মদ শেখ নামে ওই শিশুর পরিবার কল্যাণের রাম বাগ এলাকার মাতশ্রী হলে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল।
এনডিটিভির খবরে বলা হয়েছে, শিশুটির মা ফেমিদা শেখ অনুষ্ঠানের সময় হাই হিল পরেছিলেন এবং তার কোলে মোহাম্মদ ছিল। যখন তিনি দোতলা থেকে নিচে নামছিলেন তখনই ঘটে বিপত্তি। ফেমিদা হাই হিল পরে ঠিকমতো হাঁটতে পারছিলেন না। ফলে সিঁড়ি দিয়ে নামার সময় তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন। এ সময় তার কোল থেকে মোহাম্মদ পড়ে যায়।
ওই ঘটনায় শিশুটির মেরুদণ্ড মারাত্মকভাবে জখম হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।
মহাত্মা ফুলে থানার সহকারী পুলিশ ইন্সপেক্টর বিজয় খাণ্ডেকর বলেছেন, ‘আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যাই এবং শিশুটিকে রুক্মিণী হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই নারী ও তার আত্মীয়রা পুরো ঘটনার কথা জানিয়েছেন।’
এই ঘটনায় দুর্ঘটনাবশত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। শিশুটির দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর