অনলাইন ডেস্ক : কয়েকদিন আগেই তীব্র ঝড়ে উত্তরভারতে প্রাণ হারিয়েছেন ১২৯ জন। এবার ফের তীব্র ঝড়ের পূর্বাভাস দিল ভারতের দিল্লির মৌসম ভবন। দেশের ১৩ রাজ্য ও ২ কেন্দ্রশাসিত অঞ্চলে সোম ও মঙ্গলবার আছড়ে পড়তে পারে প্রবল ঝড়, শিলাবৃষ্টি। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের সম্ভাবনা।
ঝড়ের পূর্বাভাস পেয়েই সোম ও মঙ্গলবার রাজ্যের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হরিয়ানার শিক্ষামন্ত্রী রাম বিলাস শর্মা। রাজ্যবাসীকেও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরখাণ্ডে ঘণ্টায় প্রবল বেগে ঝড় বয়ে যেতে পারে। হরিয়ানা ও পাঞ্জাবের অধিকাংশ অংশও পড়তে পারে ঝড়ের কবলে। উত্তরপ্রদেশ ও রাজস্থানে হতে পারে তীব্র ধুলোঝড় ও বজ্রপাত। সঙ্গে হতে পারে প্রবল বৃষ্টি। এছাড়াও উত্তরপূর্বের অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরায় তীব্র ঝড় হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।
পশ্চিমবঙ্গের জন্যও সতর্কতা জারি করেছে মৌসম ভবন। বলা হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে।
এই বিভাগের আরও খবর