,

it-shop.Com

নেইমার ফিরছেন দেখে উজ্জীবিত মার্কিনিয়োস

Spread the love

অনলাইন ডেস্ক : ব্রাজিলে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা নেইমারকে পিএসজিতে স্বাগত জানাতে মুখিয়ে আছেন তার স্বদেশি ডিফেন্ডার মার্কিনিয়োস।

ফেব্রুয়ারির শেষ দিকে মার্সেইয়ের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে নেইমারের ডান পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল ভেঙে যায়। ব্রাজিলে অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ায় সেরে উঠছেন তিনি।

২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড রাশিয়া বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন বলে ধরে নেওয়া হচ্ছে। ব্রাজিলে পুনর্বাসন শেষে পিএসজিতে ফিরছেন নেইমার।

শুক্রবার লিগ ওয়ানে আমিয়াঁর বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর সাংবাদিকদের মার্কিনিয়োস জানান নেইমারকে স্বাগত জানাতে তিনি কতটা রোমাঞ্চিত।

“আমাদের কোনো যোগাযোগ নেই। আমরা কাল দেখব তার অবস্থা। আমি আশা করছি সে ভালো আছে।”

“এখানে আমাদের তাকে প্রয়োজন। আমাদের জাতীয় দলেও তাকে প্রয়োজন। আমরা দেখব কিভাবে ধাপে ধাপে এটা এগোয়।”

“সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালোভাবে সেরে উঠতে এবং নিকট ভবিষ্যতের ম্যাচগুলোর জন্য ভালো অবস্থায় থাকতে তার সুখী থাকাটা দরকার। আমি খুশি। সে একজন বন্ধু।”

“সে প্যারিসে একজন গুরুত্বপূর্ণ সতীর্থ। নেইমার এখনও আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, যখন সে এখানে থাকে, এটা সত্যি দারুণ।”

it-shop.Com

     এই বিভাগের আরও খবর