,

it-shop.Com

টেনশনে সারারাত ঘুমাতে পারেননি তসলিমা নাসরিন

Spread the love

দর্পণ রিপোর্ট :

আলোচিত ও সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন বিড়ালের কারণে শুক্রবার সারারাত ঘুমাতে পারেননি। ভারতে অবস্থানরত বাংলাদেশি এ লেখিকার ঘুম না হওয়ার কারণ শনিবার নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন।

ফেসবুক স্ট্যাটাসে তসলিমা নাসরিন লিখেন, প্রিয় ফুল লিলি। ফেলে দিলাম বাইরে। কারণ এই লিলির কোনও অংশ, এমনকি দু বিন্দু রেণুও যদি বিড়ালের পেটে ঢোকে, বিড়ালের কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে ৭২ ঘণ্টার মধ্যে, বিড়াল মরে যাবে। বিড়ালের জন্য লিলি ফুল বিষ। বিড়ালের নাড়ি-নক্ষত্র জানি বলে ভাবতাম। বিড়ালের ওপর বইপত্র তো কম পড়িনি। এই তথ্য জানতে আমার দু ‘যুগ লাগলো কেন জানি না।

তিনি লিখেন, কলকাতার রাস্তার বিড়াল মিনু। আজ ১৫ বছর আমার সঙ্গে। সাধারণত এ দেশি বিড়ালরা এত বছর বাঁচে না। এখনও দিব্যি সুস্থ। খেলছে, খাচ্ছে, ছুটছে, বেড়াচ্ছে। কিন্তু ফুলের কারণে ও যদি মরে যায়, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারব না। বিড়ালের জন্য ভালো এমন সব গাছে বাগান ভরে ফেলার উদ্যোগ নিয়েছি। ক্যাক্টাস, বাঁশ, ফার্ন, অর্কিড এসব। কাল সারারাত ঘুমাতে পারিনি টেনশনে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর