,

it-shop.Com

সাকিবের হায়দরাবাদের সামনে দিল্লির পরীক্ষা

Spread the love

অনলাইন ডেস্ক : আইপিএলে আজ দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হবে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। অরেঞ্জ আর্মিদের ঘরের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

চলতি আসরে দারুণ ছন্দে আছে হায়দরাবাদ। টানা দুই লো স্কোরিং ম্যাচে সাকিব-রশিদের দারুণ বোলিংয়ে জয় পেয়েছে দলটি। সবশেষ ম্যাচে রাজস্থানকে ১১ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের সিংহাসনে উঠেছে তারা। ৮ ম্যাচে ৬ জয় নিয়ে এখনও শীর্ষে সাবেক চ্যাম্পিয়নরা। শীর্ষস্থান ধরে রাখাই লক্ষ্যেই মাঠে নামবেন সাকিবরা।

অন্যদিকে নাজুক অবস্থা দিল্লির। রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। ৯ ম্যাচের ৬টিতে হার, জয় মাত্র ৩টিতে। তবে টানা হারের পর সবশেষ ম্যাচে ডিএল মেথডে রাজস্থানের বিপক্ষে ৪ রানে জয় পেয়েছে দলটি। জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া তারাও।

সব মিলিয়ে একটি জমজমাট লড়াইয়ে আভাস পাওয়া যাচ্ছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত হাসিমুখে বিজয়ীর বেশে কে মাঠ ছাড়ে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর