,

it-shop.Com

টরেন্টোয় পথচারীর ওপর গাড়ি হামলায় নিহত ১০

Spread the love

অনলাইন ডেস্ক :
টরেন্টোয় পথচারীর ওপর গাড়ি হামলায় নিহত ১০
কানাডার টরোন্টো শহরের একটি ব্যস্ত রাস্তার ধারে পথচারীদের উপরে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় দশজন নিহত হয়েছেন। আরো ১৬ জন আহত হয়েছেন। চালক ইচ্ছাকৃতভাবে এটি করেছেন বলে মনে করা হচ্ছে।

রেজা হাশেমি নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গাড়িটি খুব দ্রুতবেগে চলছিলো। তিনি খুব জোরে চিৎকার শুনতে পান।

তিনি জানান, সাদা একটি গাড়ির চালক ফুটপাথে কয়েকবার গাড়িটিকে উঠিয়ে পথচারীদের চাপা দেন।গাড়িটি ভাড়া করা বলে স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে।

গাড়ির চালক শুরুতে পালিয়ে যেতে সক্ষম হন। কয়েক রাস্তা পরে অবশ্য তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। হামলাকারী এখন পুলিশের জিম্মায় রয়েছে।

বেশ কটি ভিডিওতে দেখা যাচ্ছে, গ্রেফতারের আগে হামলাকারী পুলিশের দিকে কিছু একটা তাক করে আছেন।

হামলাকারীর সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি পুলিশ। তবে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় সে পুরুষ শুধু এটি নিশ্চিত হওয়া গেছে।

ভিডিওতে আরো দেখা যাচ্ছে, মরদেহ ব্যাগে ভরা হচ্ছে এবং পুলিশ আক্রান্ত মানুষজনকে সহায়তা করছে।

এই ঘটনাস্থল থেকে ৩০ কিলোমিটার দুরে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স সহ সাত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে বসেছিলেন। বিবিসি

it-shop.Com

     এই বিভাগের আরও খবর