,

it-shop.Com

 সেঞ্চুরি করলেন ওয়াটসন

Spread the love

অনলাইন ডেস্ক :

ক্রিকেটে ঝড় শুধু ক্রিস গেইল নন শেন ওয়াটসনও দেখাতে পারেন। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে কিংবা টি২০ তে প্রমাণও করেছেন তিনি। আইপিএলেও দেখিয়েছে বহুবার। অস্ট্রেলিয়া দল থেকে অবসরে যাওয়া ওয়াটসন আবার দেখালেন তার ব্যাটের জাদু। রাজস্থান রয়্যালসের বিপক্ষে তুলে নিলেন দারুণ এক সেঞ্চুরি। স্টাইক রেটের হিসেবে টি২০ দানব গেইলের হায়দরাবাদের বিপক্ষের ম্যাচের থেকেও বড় ঝড় তুলেছেন তিনি।

চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ ওভারেই ৫০ রান তোলে গত আসরে খেলতে না পারা দলটি। শেন ওয়াটসনের সঙ্গী রায়ডু ফিরে গেলে রাইনাকে নিয়ে শুরু করেন আসল ঝড়। রায়না ৪৬ রানে ফিরে গেলেও থামেননি ওয়াটসন। এরপর ধোনি, গোপালরাও আউট হয়ে গেছেন। আর অন্যদিকে তান্ডব চালিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার।

রাজস্থান এক বল বাকি থাকতে যখন ওয়াটসনকে ফেরালেন তখন যা করার তা করে গেছেন তিনি। খেলেছেন ৫৭ বলে ১০৬ রানের ইনিংস। দলের রান রেখে গেছেন ২০২ এ। শেষ বলে আরো দুই রান যোগ করে ২০৪ রান তুলেছে চেন্নাই। আর ওয়াটসন সেঞ্চুরি করার পথে মেরেছেন নয়টা চার এবং ছয়টা ওভার বাউন্ডারি। স্টাইক রেট ১৮৫.৯৬।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর