,

it-shop.Com

অপপ্রচার এবং গুজব সেটাই যার কোনো অস্তিত্ব নেই : আশরাফুল আলম খোকন

Spread the love

কোটা বিরোধী আন্দোলনকারীরা আজকের সংবাদ সম্মেলনে অনেকগুলো দাবি উত্থাপনের পাশাপাশি একটি অভিযোগও করেছেন। অভিযোগটি হলো তাদের নেতাদের নামে নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার/গুজব ছড়ানো হচ্ছে।

অপপ্রচার এবং গুজব সেটাই যার কোনো অস্তিত্ব নেই, কিন্তু কাউকে অপবাদ দিয়ে প্রচার করা হয়। তারা নাকি শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত নয়, কিন্তু তাদেরকে শিবির বলা হচ্ছে। যদিও তাদের নিকট অতীতের কর্মকাণ্ডও প্রমাণ করে তারা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।

তাদেরকে যদি প্রশ্ন করি, পুলিশ একজন আন্দোলনকারীকে মেরে ফেলেছে এই সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রচার করে উপাচার্যের বাসভবনে নারকীয় ধংসযজ্ঞ কে চালিয়েছে?

একজন আন্দোলনকারীর পায়ের রগ কেটে দিয়েছে এই অপপ্রচার চালিয়ে মধ্যরাতে সুফিয়া কামাল হলে তাণ্ডব কে চালিয়েছে। মারপিটের পর হল ছাত্রলীগ সভাপতির গলায় ন্যাক্কারজনকভাবে জুতার মালা কে পরিয়েছে?

জিজ্ঞাসাবাদের জন্য আরো অনেকের মত নিয়ে গেছে ডিবি পুলিশ। পুলিশ চোখ বেঁধে নিয়ে গেছে এই অপপ্রচার চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার অপচেষ্টা কে করেছে?

প্রশ্নগুলোর উত্তর খুব সহজ। এই অপকর্মগুলো ওনারাই করেছেন। এখন তারা অন্যদের দোষারোপ করছেন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

it-shop.Com

     এই বিভাগের আরও খবর