,

it-shop.Com

মানুষ সম্পর্কে কিছু বিচিত্র তথ্য

Spread the love

 

আলিম সোহেল, সাভার প্রতিনিধি :
আপনি জানেন কি?
১) মানুষের শরীরে গিরার পরিমান ১০০টি
২) চোখের একটা পলক ফেলতে সময় লাগে ০•৪সেকেন্ড।
৩) মাথায় প্রতিদিন প্রায় ১০০টি নতুন চুল গজায়
৪) সুস্থ দেহে রক্তের গতিবেগ ঘন্টায় ৭মাইল
৫) একজন মানুষের গড় ক্ষমতা ০•১৪৩ অশ্ব ক্ষমতা
৬) স্বাভাবিক জীবনে বেচে থাকলে মানুষ সাধারনত:২,৫০,০০,০০০ বার কাদে
৭) মেয়েদের চাইতে ছেলেদের নখ দ্রুত বাড়ে।
৮) একজন মানুষের পুরো জীবনে নখের বৃদ্বির মোট দৈর্ঘ্য গড় হিসেবে ২৮মিটার
৯) জন্মের প্রথম বছরে একজন মানব শিশুর মুখ থেকে প্রায় ১৪৬লিটার লালা নিঃসৃত হয়
১০) শিশু জন্মের প্রথম দু’বছরে হামাগুরি দিয়ে প্রায় ১৫০কি:মি: অতিক্রম করে।
১১) একজন মানুষ দিনে ৬ ঘন্টা ঘুমালে যদি ৫০ বছর বাঁচে তাহলে সে জীবনের ১২•৫বছর ঘুমের মধ্যেই কাটিয়ে দেয়!

it-shop.Com

     এই বিভাগের আরও খবর