,

it-shop.Com

ঘুষ নিয়েছিলেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি

Spread the love

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি নির্বাচনী প্রচারের কাজে খরচ করার জন্য লিবিয়ার নেত্রা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে দুই কোটি ইউরো ঘুষ নিয়েছিলেন।

গাদ্দাফির সঙ্গে সারকোজির সাক্ষাতে দোভাষীর দায়িত্ব পালনকারী অনুবাদক মিফতাহ মিসৌরি এ তথ্য ফাঁস করেছেন।

গাদ্দাফির অত্যন্ত বিশ্বস্ত এই অনুবাদক বলেন, ২০০৭ সালে সারকোজির নির্বাচনী প্রচার দলকে দুই কোটি ইউরো অর্থ সহায়তা দেন গাদ্দাফি।

মিসৌরি বলেন, এ উপলক্ষে সারকোজির পক্ষ থেকে পাঠানো নির্বাচনী প্রচার টিমের একটি প্রতিনিধিদল ত্রিপোলিতে লিবিয়ার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

ওই বৈঠকে সারকোজির পক্ষ থেকে পাঁচ কোটি ইউরো অর্থ সহায়তা চাওয়া হলেও গাদ্দাফি সরকার দুই কোটি ইউরো দিতে সম্মত হয় এবং তা প্রদান করে।

গাদ্দাফির সাবেক অনুবাদক তার দফতরে ওই অর্থ লেনদেন সংক্রান্ত চুক্তির একটি কপিও সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

২০০৭ সালে গাদ্দাফির কাছ থেকে ঘুষগ্রহণের অভিযোগে সম্প্রতি ফ্রান্সে সারকোজিকে আটক করা হয়। পরে অবশ্য জিজ্ঞাসাবাদ ও অভিযোগ গঠন থেকে তিনি জামিনে মুক্তি পান।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর