,

it-shop.Com

ছয় মারার যথেষ্ট শক্তি ঈশ্বর আমাকে দিয়েছেন: ধোনি

Spread the love

অনলাইন ডেস্ক :
ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি। ৩৬ বছর বয়সি এই ক্রিকেটার রবিবার কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে ম্যাচে ৪৪ বলে ৭৯ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন।

ম্যাচ চলাকালীন কোমরে চোট পান চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। মাঠের মধ্যে ফিজিওর কাছে থেকে মাসাজ নিতে হয় মাহিকে। কোমরে ব্যথা থাকলেও থামেনি ধোনির ব্যাট। ম্যাচের শেষ ওভারে এক হাতেয় ছয় মারেন ‘মিস্টার কুল’। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোমরে চোট থাকা সত্ত্বেও ছয় মারার বিষয়ে ধোনিকে প্রশ্ন করা হলে হাসতে হাসতে প্রাক্তন ভারত অধিনায়ক জানান, ‘ঈশ্বর আমাকে ছয় মারার যথেষ্ট শক্তি দিয়েছেন। ছয় মারার জন্য কোমরের দরকার পড়বে না। ’

সমর্থকরা ধোনির এই অনবদ্য ইনিংসের পাশাপাশি হার না মানা মনোভাবের প্রশংসা করেন। তবে শুধু ফ্যানরাই নন ধোনির প্রশংসা শোনা যায় প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররাও।
ইয়েলেনা রিস্টিকের সঙ্গে এক পুত্র সন্তানের বাবা জোকোভিচ এখন ব্যস্ত বছরের অন্যতম বড় টেনিস গ্র্যান্ডস্ল্যাম উইম্বলডন নিয়ে। ওদিকে ‘পদ্মাবতী’র শুটিঙে ব্যস্ত দীপিকাকে ক’দিন আগেই সময় কাটাতে দেখা গেছে কথিত প্রেমিক রণবীর সিং-এর সঙ্গে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর