,

it-shop.Com

‘পটাকা’র ফার্স্ট লুক গায়িকা নুসরাত ফারিয়ার

Spread the love

অনলাইন ডেস্ক : জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়ার পটাকা শিরোনামের গানটি মুক্তি পাবে ২১ এপ্রিল। তার আগে ১৫ এপ্রিল প্রকাশিত হলো এর ফার্স্টলুক পোস্টার।

নায়িকা নুসরাত ফারিয়ার কণ্ঠে প্রথম গান। মুক্তির আগে তাই কিছু আয়োজন থাকবেই-এমনটাই স্বাভাবিক।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি তাই তিন স্তরে অপেক্ষায় ফেলতে চান নায়িকার ভক্তদের।

রবিবার মুক্তি পেলো ‘পটাকা’ শিরোনামের গানটির প্রথম দর্শন- পোস্টার।

ফারিয়া জানান, পোস্টারের প্রথম ঝলকের পর সিএমভি’র ইউটিউব চ্যানেলে ২১ এপ্রিল মুক্তি পাবে ‘পটাকা’র ট্রেইলার।

এরপর ২৬ এপ্রিল একই চ্যানেলে মুক্তি পাবে পুরো মিউজিক ভিডিওটি।

গত বছর ডিসেম্বরে ‘পটাকা’ গানের রেকর্ডিং করেন ফারিয়া। জানান, প্রায় ৬ মাস অনুশীলন করে তারপর এ গানের রেকর্ডিংয়ে দাঁড়িয়েছেন তিনি।

গানটির কথা লিখেছেন রাকিব রাহুল। এর সুর-সংগীত করেছেন প্রীতম হাসান। গানটির ভিডিও কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন ভারতের পরিচালক বাবা যাদব।

চমক থাকছে আরও। যা এখনই বলতে চাইছেন না নুসরাত। তার ভাষায়, “বলে দিলে চমক থাকলো কই!”

তবে পুরো গান-ভিডিও প্রসঙ্গে তার বক্তব্য এমন, “এটা অনেক সুন্দর একটা গান। মানুষ এই গানটিকে অনুভব করবেন এবং গানের তালে তালে নাচবেন। সেই প্রত্যাশাই করি।”

নুসরাত ফারিয়া আরও জানান, ‘পটাকা’ সিএমভি-র অফিশিয়াল ইউটিউব চ্যানেল ছাড়াও এক্সক্লুসিভলি দেখা যাবে ভিডিও স্ট্রিমিং সাইট বাংলাফ্লিক্স-এ।

 

it-shop.Com

     এই বিভাগের আরও খবর