,

it-shop.Com

প্রথম রোহিঙ্গা পরিবার মিয়ানমারে ফিরল

Spread the love

অনলাইন ডেস্ক:
বাংলাদেশ থেকে ৫ সদস্যের এক রোহিঙ্গা পরিবারকে ফিরিয়ে নিয়েছে বলে দাবি করছে মিয়ানমার। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ এবং যুক্তরাজ্যভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, রাখাইন রাজ্য এখন পর্যন্ত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রস্তুত নয়। তা স্বত্বেও শনিবার এক রোহিঙ্গা পরিবার ফিরিয়ে নিলো মিয়ানমার। খবর এএফপি’র

চলতি বছরের জানুয়ারিতে দুই বছরে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ঢাকা-নেপিদো প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষর হয়। এই উদ্যোগ বাস্তবায়নে মিয়ানমার রাখাইনে দুটি অভ্যর্থনাকেন্দ্র স্থাপন করেছে। সম্প্রতি এই অভ্যর্থনাকেন্দ্রগুলো ঘুরে ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জাতিসংঘের প্রতিনিধি দল জানিয়েছে, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য এখনও তৈরি নয় রাখাইন।

তাঁরা আরো জানায়, সেখানে স্বাস্থ্যসেবার অপ্রতুলতা, নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা আর অব্যাহত স্থানচ্যুতির ঘটনা ঘটছে ধারাবাহিকভাবে। এই পরিস্থিতি রোহিঙ্গাদের ফেরত যাওয়ার জন্য সহায়ক নয় রাখাইন।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর