অনলাইন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই। গতকাল বিকালে তিনি না ফেরার দেশে চলে যান (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন অভিনেতা রিয়াজ, রওনক হাসান, নির্মাতা বদরুল আনাম সৌদ, সকাল আহমেদ, অভিনেত্রী জেনীসহ অনেকেই। তাজিনের আকস্মিক মৃত্যুতে শোবিজে নেমে এসেছে শোকের ছায়া। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকে। অভিনেতা জাহিদ হাসান বলেন, ‘ও চলে গেছে আমাদের ছেড়ে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিরদিনের জন্য চলে গেছে তাজিন। খুব কষ্ট হচ্ছে। ভালো থেকো তাজিন।’ অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‘তাজিন অনেকদিন ধরেই একা বসবাস করে আসছেন। তার মৃত্যুর খবরটি একেবারে হতবাক করে দিয়েছে। আমরা ৩টার দিকে তার হার্ট অ্যাটাকের খবরটি পেয়েছি। যখন অ্যাটাক হয় তখন বাসায় কেবল একজন মেকাপ আর্টিস্ট ছিলেন। উনি তাজিনের সঙ্গেই থাকতেন। তিনিই তাজিনকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে আসেন।’ নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা বলেন, ‘‘তাজিনের সঙ্গে আমার সম্পর্কটা অনেকদিনের পুরনো। এই তো, কিছু দিন আগেই তাজিন কক্সবাজার গিয়েছিল শুটিংয়ে। সেখান থেকে আমাকে ফোন করেছিল। আমার বেশ কিছু নাটকে অভিনয় করেছে তাজিন। এ ছাড়া তাজিন থিয়েটারের শিল্পী। আরণ্যকের ‘ময়ূর সিংহাসন’ নাটকে কিছু দিন আগেই তার অভিনয় দেখেছি। এমন হঠাৎ মৃত্যু মেনে নেওয়া কঠিন। এই মিষ্টি হাসিটা তাজিন আর হাসবে না।” শবনম ফারিয়া লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তাজিন আপার বিদেহী আত্মার শান্তি কামনা করছি!’ অভিনেতা রওনক হাসান তার শোকবার্তায় লিখেছেন, ‘অভিনেত্রী তাজিন আহমেদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। (হার্ট ফেইলর থেকে ম্যাসিভ কার্ডিয়াক অ্যাটাক) ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’ অভিনেত্রী শাহনাজ নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, ‘তাজিন! কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না! এমন করে সব শেষ হয়ে গেল? এই তো সেদিন, সর্বশেষ বিদেশি পাড়ার শুটিং সেটে সারাদিন কত কথা হলো! মনের সাথে, সময়ের সাথে অনেক কষ্ট করেছিস শেষ দিনগুলো, যেখানে গেলি, সেখানে যেন শান্তি হয়।’
এ ছাড়াও শোক প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন। স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ এক শোকবার্তায় লিখেছে, জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদের অকাল মৃত্যুতে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ গভীর শোক প্রকাশ করছে। সংগঠনের সভাপতি জনাব চয়ন ইসলাম এবং সাধারণ সম্পাদক আসলাম শিহির এক বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।