,

it-shop.Com

‘বৃষ্টি তোমাকে দিলাম’ নিয়ে আসছেন জয়া

Spread the love

অনলাইন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী জয়া আহসান দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলার বেশকিছু ছবিতে কাজ করেছেন। অভিনয়ের জন্য ওপার বাংলায় পুরস্কারও পেয়েছেন এই গুণী অভিনেত্রী। সামনে কলকাতার নতুন ছবি মুক্তি পেতে যাচ্ছে তার। ছবির নাম ‘বৃষ্টি তোমাকে দিলাম’। গত বছর শুটিং শেষ করা এ ছবির পোস্টার উন্মোচন অনুষ্ঠানে সম্প্রতি কলকাতায় হাজির হন জয়া আহসান। তিনি ছবিটি নিয়ে বলেন, ‘বৃষ্টি মানে সবসময়ই ভালোবাসা নয়।’ যদিও মন্তব্যটি তার নিজেকে নিয়ে নয় কিংবা বৃষ্টি নিয়ে তার অনুভূতির কথাও না।
ছবির প্রচারের কাজে জয়া ১৯শে মে এমন মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জয়া আহসান অভিনীত কলকাতার ছবি ‘বৃষ্টি তোমাকে দিলাম’ চলতি বছরে মুক্তি পাবে। মানসিক সমস্যাকে কেন্দ্র করে থ্রিলার এ ছবিটি তৈরি করেছেন পরিচালক অর্ণব পাল। আর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অংশুমান-প্রত্যুষ। ছবিতে বৃষ্টি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে গল্পটা বেশ ভালো লেগেছিল বলেই নবীন পরিচালকের সিনেমায় কাজ করতে রাজি হয়েছেন জয়া। জানা যায়, ধীরে ধীরে ছবিটির আরো পোস্টার, ভিডিও প্রকাশ পাবে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর