,

it-shop.Com

বিয়ের আগেই সন্তানসম্ভবা নেহা ধুপিয়া ?

Spread the love

অনলাইন ডেস্ক : সম্প্রতি বলিউড অভিনেতা অঙ্গদ বেদির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী নেহা ধুপিয়া। গোপনে বিয়েটা সারার পর মধুচন্দ্রিমায় মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে গেছেন এ নবদম্পতি। মধুচন্দ্রিমা শেষে নেহা-অঙ্গদের আড়ম্বরপূর্ণ রিসেপশন হবে বলে শোনা যাচ্ছে। কিন্তু এসবের মধ্যেই একটি গুঞ্জন পাখা মেলেছে।

একটি সূত্র মতে, নেহা ধুপিয়া নাকি মা হতে চলেছেন। আর সেই কারণেই নাকি অঙ্গদের সঙ্গে গোপনে বিয়ে সেরে নেন সাবেক এই মিস ইন্ডিয়া। অবশ্য বিষয়টি নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। অঙ্গদ-নেহাও বিষয়টি এড়িয়ে গিয়েছেন।

অভিনেত্রী নোরা ফতেহির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল অঙ্গদ বেদির। নোরার সঙ্গে বিচ্ছেদের পরই নেহার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন তিনি। এত পর্যায়ে নাকি একসঙ্গে বসবাস শুরু করেন অঙ্গদ-নেহা। নেহা অন্তঃস্বত্তা হয়ে পড়ায় নাকি জলদি বিয়ে সেরে ফেলেন তারা।

অবশ্য সোনাম কাপুরের বিয়ের পরও গুঞ্জন ওঠে, মা হতে চলেছেন অনিল কন্যা। আর সেই কারণেই নাকি তড়িঘড়ি করে বিয়ে সেরে ফেলেন সোনাম কাপুর। সূত্র: জিনিউজ।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর