,

it-shop.Com

অনন্য এক বাঁধন তৈরি হয়েছে তাঁদের দুজনের মাঝে

Spread the love

 

অনলাইন ডেস্ক : নানারকম বন্ধনের চিত্র আমরা দেখেছি রেমো ডি’সুজার নতুন ছবি ‘রেস ৩’-এর ভেতর। যার অন্যতম অভিনেতা সালমান খান, জ্যাকলিন ফার্নান্দেজ আর অনিল কাপুর।

তবে কাস্টিংয়ের মধ্যে সবচেয়ে বেশি এবং অন্তরঙ্গ সম্পর্ক হয়েছে ববি দেওল আর সাকিব সেলিমের মাঝে। বয়স তাঁদের এ বন্ধুত্বে বাধা হয়ে দাঁড়ায়নি। শুটিংয়ের সময়, ফাঁকে বা অবসরে এমনকি শুটিংয়ের বাইরেও তাঁদের বন্ধুত্ব সবার নজরে পড়েছে।

এ-প্রসঙ্গে সাকিব বলেন, আমি তাঁকে খুব কাছ থেকে দেখেছি, জেনেছি। অসাধারণ মানুষ তিনি। আমি তাঁকে অনেক আগে থেকেই চিনি, কিন্তু আমাদের বন্ধুত্ব গাঢ় হয় এই ছবিতে অভিনয়ের সময়টাতে। আমরা নিজেরা এক সাথে অনেক সময় কাটিয়েছি।

তিনি আরো বলেন, আমরা শরীরচর্চা করছি এক সাথে। এমনকি আমাদের ট্রেনারও একজনই। আমরা সুযোগ পেলেই ওয়ার্কআউট করেছি। এক সাথে শরীরচর্চা করা আমাদের আরো কাছে এনেছে। আমাদের বন্ধুত্ব আরো পূর্ণতা পেয়েছে। এ জন্য অবশ্যই বড় মনের মানুষ ববি স্যারকে ধন্যবাদ।

বর্তমানে তাঁরা দুজনই ববি দেওলের বাসার জিমে ওয়ার্কআউট সেশন করছেন।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর