,

it-shop.Com

রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

Spread the love

অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রূপচাঁন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে ১০নং সেক্টর সংলগ্ন ঢাকা-আশুলিয়া মহাসড়কের স্লুইসগেট নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত যুবক পেশায় গাড়ি চালক। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।

নিহতের বোনজামাই সুজন মিয়া জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে রূপচাঁনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। আনুমানিক রাত ৮টার দিকে কে বা কারা ছুরিকাঘাত করে ফেলে রেখে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর অপারেশন কাজী নাসির জানান, প্রাথমিকভাবে শরীরে কয়েকটি ছুরিকাঘাতে চিহ্ন দেখা যাচ্ছে। কে বা কারা ঘটনার সাথে জড়িত তা এখনও বিস্তারিত জানা যায়নি। তদন্ত করে অপরাধীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।রাজধানীর উত্তরায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রূপচাঁন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে ১০নং সেক্টর সংলগ্ন ঢাকা-আশুলিয়া মহাসড়কের স্লুইসগেট নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত যুবক পেশায় গাড়ি চালক। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।

নিহতের বোনজামাই সুজন মিয়া জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে রূপচাঁনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। আনুমানিক রাত ৮টার দিকে কে বা কারা ছুরিকাঘাত করে ফেলে রেখে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর অপারেশন কাজী নাসির জানান, প্রাথমিকভাবে শরীরে কয়েকটি ছুরিকাঘাতে চিহ্ন দেখা যাচ্ছে। কে বা কারা ঘটনার সাথে জড়িত তা এখনও বিস্তারিত জানা যায়নি। তদন্ত করে অপরাধীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর