,

it-shop.Com

বর্ষবরণের উৎসবে অঘটন এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

Spread the love

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, বর্ষবরণের উৎসবে যেকোনো ধরনের অঘটন এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে রমনা বটমূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াটসহ পুলিশের সকল সংস্থা নিয়োজিত থাকবে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে।”

তিনি আরও বলেন, “কোনো অঘটন যেন না ঘটে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া এ ধরনের পরিস্থিতিতে কে কি করবে সেটাও প্রস্তুত রাখা হয়েছে। মহড়ার মাধ্যমে সব প্রস্তুতি পরখ করে দেখা হয়েছে।”

বিকেল ৫টার পর উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠানে নিষেধাজ্ঞার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, “পবিত্র শব-ই-মেরাজেও যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য ৫টার পর উন্মুক্ত স্থানে বর্ষবরণের অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। সন্ধ্যার পর যার যার বাসায় নিজের ইচ্ছে মতো বৈশাখ কিংবা শব-ই-মেরাজ পালন করতে পারবেন। এক্ষেত্রে আমাদের কোনো অনুযোগ নেই।”

it-shop.Com

     এই বিভাগের আরও খবর