অনলাইন ডেস্ক : কবি ও গায়ক বব ডিলানের ব্যবহৃত একটি গিটারের নিলামে মূল্য উঠেছে প্রায় অর্ধ মিলিয়ন ডলার। তার গিটারটি ফোক সঙ্গীত থেকে রক সঙ্গীতে শৈল্পিক বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ফেন্ডার মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট কর্পোরেশনের তৈরি ফেন্ডার টেলিকাস্টার গিটারটির মালিক ছিলেন ডিলানের গিটারিস্ট কানাডিয়ান সঙ্গীত শিল্পী ও গীতিকার রোববিই বরার্টসন। ১৯৬৫ সাল থেকে ডিলান, এরিক ক্লাপটন এবং জর্জ হ্যারিসন গিটারটি ব্যবহার করেছেন। জুলিয়েন্স অকশান হাউজ শনিবার এ কথা জানায়।
নিলাম কর্তৃপক্ষ আশা করেছিল গিটারটির মূল্য চার থেকে ছয় লাখ ডলারের মধ্যে হবে। অকশনে এটির দর উঠেছে চার লাখ ৯৫ হাজার ডলার। যার বাংলাদেশী মূল্য চার কোটি ২৩ লাখ ৬৭ হাজার ২৫০ টাকা।
শনিবারের নিলামে জর্জ হ্যারিসনের প্রথম ইলেকট্রিক গিটারের মূল্য উঠেছে ৪০ হাজার ডলার, ১৯৬৮ সালে এলভিস প্রিসলির জন্য তৈরি ফেন্ডার টেলিকাস্টারের মূল্য উঠেছে ১,১৫,২০০ ডলার। এলভিস প্রিসলির আইটেমগুলোর দাম এখনো চড়া। ১৯৭২ সালে হাওয়াইয়ে কনসার্টে পরা জমকালো এলভিস বেল্ট বিক্রি হয়েছে ৩,৫৪,৪০০ ডলারে।
এই বিভাগের আরও খবর