,

it-shop.Com

তাজমহলের প্রবেশদ্বারের মিনার ভেঙে পড়লো ঝড়ে !

Spread the love

অনলাইন ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত তাজমহলের প্রবেশদ্বারের ওপরে থাকা দু’টি মিনার ঝড়ে ভেঙে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে ৪ মিটার উচ্চতার ওই মিনার ভেঙে পড়েছে। তবে মূল কাঠামোকে ঘিরে রাখা চারটি উঁচু মিনার অক্ষত আছে।

ভেঙে পড়া মিনার দু’টির একটি রয়্যাল গেটের দিকে। তাজমহলের দিকে পর্যটকদের প্রথম দৃষ্টি এদিক দিয়েই পড়ে। অন্য মিনারটি দক্ষিণ দিকের প্রবেশপথের। ক্ষতিগ্রস্ত মিনার দু’টি মেরামত করতে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

সহধর্মিণী বেগম মমতাজের স্মৃতি রক্ষায় ৪২ একর জায়গাজুড়ে এই সমাধিসৌধ গড়ে তোলেন মুঘল সম্রাট শাহজাহান। ১৬৩২ থেকে ১৬৫৩ সালের মধ্যে এটি তৈরি করা হয়। বিশ্বের অন্যতম এ পর্যটনকেন্দ্রে প্রতিদিন প্রায় ১২ হাজার পর্যটক আসেন।

তাজমহলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) গত জানুয়ারি মাসে জানিয়েছিল, আগ্রায় দূষণের মাত্রা বেড়ে গেছে। এ কারণে তাজমহলের উজ্জ্বলতা কমছে। এর গঠনকাঠামোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সূত্র: বিবিসি।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর