,

it-shop.Com

‘এশিয়া কাপ’ আরব আমিরাতে

Spread the love

অনলাইন ডেস্ক : বাংলাদেশে অয়োজিত এশিয়া কাপের গতবারের চ্যাম্পিয়ন দল ভারত। ছবি : ইএসপিএন ক্রিকইনফো
ভারতের আপত্তিতে পাল্টে গেছে এশিয়া কাপ ২০১৮ টুর্নামেন্টের ভেন্যু। এ বছর এশিয়া কাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা নিয়ে যাওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
আজ মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আবেদনটি অনুমোদন করে।
এসিসি ও পিসিবি সভাপতি নজম শেঠি এশিয়া কাপের ১৪তম আসরের বিষয়টি তাদের বার্ষিক বৈঠকে সিদ্ধান্তটি চূড়ান্ত করেছেন।
নজম শেঠি বলেন, এশিয়া কাপের ২০১৮ সালের আসর ভারতে হওয়ার কথা ছিল। কিন্তু দেশটি পাকিস্তানকে স্বাগত জানাবে না বলে মত দিয়েছে। তাদের এই বিরুপ অচরণে পাকিস্তানও সেখানে খেলতে চাইবে না। তাই দুই দেশের কথা চিন্তা করেই আরব আমিরাতে ভেন্যূ স্থানান্তর করা হয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বরে এই আসরে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ মোট ছয়টি দলের অংশ নেওয়ার কথা রয়েছে। এশিয়া ক্রিকেট কাউন্সিলের একজন বোর্ড সদস্য বলেন, দুবাই, শারজা ও আবুধাবিতে এবারের এশিয়া কাপ আগামী ১৫ থেকে ১৯ এপ্রিলের মধ্যে শুরু হবে।
সূত্র: ইএসপিএন ক্রিকইনফো।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর