,

it-shop.Com

এখন অভিনয়ে সিরিয়াস হয়েছি: তিশা

Spread the love

অনলাইন ডেস্ক : ছোটপর্দার তারকাদের এখনকার ব্যস্ততাটা মূলত ঈদ নাটকগুলোকে কেন্দ্র করে। নাটকের শুটিংয়ের সংখ্যাও বেড়েছে। জনপ্রিয় নামগুলোকে দেখা যাবে অনেকগুলো নাটকে। কারণ টিভি চ্যানেলে নাটকের সংখ্যা বৃদ্ধি।

অভিনেত্রী তানজিন তিশা এখন বিশেষ দিবসের নাটকের নিয়মিত মুখ। এ বছর বৈশাখেও তার নাটকগুলো বেশ জনপ্রিয়তা পায়। এমনকি ইউটিউবেও ভালো সাড়া পড়ে। এবার ঈদেও বেশ কয়েকটি নাটকে দেখা যাবে তাকে। কিন্তু নাটকের সংখ্যা খুব বেশি থাকবে না বলে জানান তিশা।

তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে কয়েকটি নাটক জনপ্রিয় হলে কাজের প্রস্তাব বেড়ে যায়। আগেও নাটকের প্রস্তাব অনেক আসতো, কিন্তু অভিনয়টাকে আগে সিরিয়াসভাবে নিতাম না। তবে এখন অভিনয়ে সিরিয়াস হয়েছি।’

it-shop.Com

     এই বিভাগের আরও খবর