,

it-shop.Com

বিশ্ব একাদশের হয়ে খেলবেন না সাকিব

Spread the love

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিশ্ব একাদশের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসান ও তামিম ইকবালের। বাংলাদেশ থেকে সুযোগ পান এই দুই তারকা ক্রিকেটার।

বিশ্বস্ত সুত্রে জানা যায়, ব্যক্তিগত কারণে বিশ্ব একাদশের হয়ে খেলবেন না সাকিব। আগামী ৩১ মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আইসিসির বিশ্ব একাদশের খেলা হবে।

আইসিসির এই বিশ্ব একাদশের হয়ে নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ইয়ন মর্গান। টি-টোয়েন্টির এই প্রীতি ম্যাচে ক্রিকেট বিশ্বের তারকা ক্রিকেটাররা খেলবেন ক্যারিবীয় তারকাদের সঙ্গে।

আইসিসির এই প্রীতি ম্যাচ থেকে যে অর্থ আয় হবে, তা গত বছর ওয়েস্ট ইন্ডিজে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া পাঁচটি স্টেডিয়ামের পূনর্গঠনে ব্যয় করা হবে।

আইসিসির র‌্যাংকিংয়ে শীর্ষপর্যায়ে থাকায় বিশ্ব একাদশে সাকিব আল হাসানকে অন্তর্ভুক্ত করা হয়। মারমুখী ব্যাটিংয়ের কারণে সমর্থকদের পছন্দের ক্রিকেটার তামিম ইকবাল। যে কারণে তাকে বিশ্ব একাদশে রেখেছে আয়োজকরা।

এর আগেও আইসিসির বিশ্ব একাদশের হয়ে খেলেছেন তামিম।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর