,

it-shop.Com

‘ঢোঁক’ গিললেন শাহরুখ, ইডেনে কেকেআর-এর জয়ের পরেই নয়া বার্তা বাদশা-র

Spread the love

অনলাইন ডেস্ক : মাঠে না থাকলেও প্রিয় নাইটদের বার্তা পাঠাতে অবশ্য কোনও ভুল করলেন না শাহরুখ। প্লে অফের রাস্তায় অনেকটাই এগিয়ে গিয়েছে কেকেআর।

ইডেনে শেষ ম্যাচে হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়েছিল কিং খানকে। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে নাইট-ঘাতক হিসেবে আবির্ভূত হয়েছিলেন ধোনির রাজ্যের ঈশান কিষান। কিন্তু নন্দনকাননে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে রাজস্থান বধ কেকেআর-এর।

মাঠে না থাকলেও প্রিয় নাইটদের বার্তা পাঠাতে অবশ্য কোনও ভুল করলেন না শাহরুখ। প্লে অফের রাস্তায় অনেকটাই এগিয়ে গিয়েছে কেকেআর। বর্তমানে লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কেকেআর। দলের সুসময়ে নাইট-মালিকের টুইটারে সহাস্য দীনেশ কার্তিকের ছবি ভেসে উঠল। ক্যাপশনে লেখা, ‘‘এই হাসি যেন বজায় থাকে। দীনেশের হাসিমুখের ছবি আমার কাছে এসেও পৌঁছেছে। কুলদীপকে অভিনন্দন দুর্দান্ত বোলিং এবং অসাধারণ ইন্টারভিউ দেওয়ার জন্য। লিন যেন ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। আর সুনীল তো আগের মতোই অসাধারণ।’’

পাশাপাশি শাহরুখ প্রশংসা করেছেন, দলের দুই তরুণ তুর্কি প্রসিধ কৃষ্ণণ ও শিভম মাভি-রও। হাসির বার্তা দেওয়ার পিছনেও রয়েছে অন্য গল্প। মুম্বইয়ের কাছে হারের পরেই দীনেশ কার্তিকের নাইটরা কিংস ইলেভেন পঞ্জাবকে হারিয়েছিল নিশ্চিন্ত ব্যবধানে। তারপরেই শাহরুখের টুইট ছিল, ‘‘আমার দলের ক্যাপ্টেন দীনেশ কার্তিক আমাকে হাসার কথা বলেছিল। কারণ এই ম্যাচের (পঞ্জাব) আগে আমাকে হতাশ দেখাচ্ছিল। এই ছবিটা (নিজের হাসিমুখের) দীনেশের জন্য।

এর আগে ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম মুম্বই ম্যাচে অবশ্য দৃশ্যতই ক্ষুব্ধ হয়েছিলেন বাদশা। রোহিত শর্মা ব্রিগেডের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ দেখে অসন্তুষ্ট বাদশার টুইট করেছিলেন, ‘‘খেলায় স্পিরিটই সব। হার-জিতে সেটা বোঝা যায় না। কিন্তু আজকের রাতে বস হিসেবে সমর্থকদের কাছে ক্ষমা চাইছি আমাদের খেলায় স্পিরিট না থাকায়।’’

নিজের দলের স্পিরিট নেই বলে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। তারপরের হো

it-shop.Com

     এই বিভাগের আরও খবর