,

it-shop.Com

একফ্রেমে মেহজাবিন-সজল-শবনম ফারিয়া

Spread the love

অনলাইন ডেস্ক : শবনম ফারিয়া-মেহজাবিন-সজলকে নিয়ে ঈদ নাটক নির্মাণ করলেন চয়নিকা চৌধুরী। ইফফাত তন্বীর রচনায় এই নাটকটির নাম ‘দ্বিতীয় যাত্রার আগে’।

নাটকটি ঈদে বাংলাভিশনে প্রচার হবে। চয়নিকা চৌধুরী নাটকে সজলের প্রাক্তন স্ত্রী হিসেবে মেহজাবিন অভিনয় করেছেন। নাটকে বিশেষ চরিত্রে চমক হিসেবে থাকছেন শবনম ফারিয়া। তবে, এখনি সব বলতে চাচ্ছি না।

উল্লেখ্য, নির্মাতা চয়নিকা চৌধুরী ঈদের জন্য ইতিমধ্যে সূবর্ণা মুস্তাফার রচনায় ‘কোন এক বরষায়’, ফারিয়া হোসেনের রচনায় ‘স্বপ্ন মরুভূমি’ ও ‘বিয়ের শাড়ি’ এবং মাসুম শাহরিয়ারের রচনায় ‘একদিন খুঁজেছিনু যারে’ নির্মাণ করেছেন।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর