,

it-shop.Com

ভালোবাসা হতে হবে শর্তহীন

Spread the love

 

অনলাইন ডেস্ক : কণ্ঠশিল্পী সেনিজ। ২০০৯ সালের ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ হন তিনি। ২০১৬ সালে স্বনামে (সেনিজ) প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়।

এবার পয়লা বৈশাখ উপলক্ষে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন তিনি। গতকাল সন্ধ্যায় অন্তর্জালে প্রকাশিত হয় তার গানের ভিডিওটি।

সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘শর্ত’ শিরোনামে গানটির ভিডিও। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী।

ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এতে মডেলও হয়েছেন সেনিজ নিজেই। সঙ্গে মডেল হিসেবে আরও আছেন সৈয়দ সামিউল হক, নুসরাত আজিজ, শুভ প্রমুখ।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর