,

it-shop.Com

সৌদি আরবে রমজান শুরু বৃহস্পতিবার

Spread the love

 

অনলাইন ডেস্ক : সৌদি আরবসহ আরব বিশ্বে বৃহস্পতিবার থেকে প্রথম রমজান শুরু হবে। মঙ্গলবার সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখতে না পাওয়ায় এ ঘোষণা দেয়া হয়।

সৌদি আরবের সুপ্রিমকোর্ট বিভিন্ন গণমাধ্যমে প্রচার চালিয়ে আসছিল, মঙ্গলবার দেশটির আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য। কিন্তু ওই দিনের সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির কাছে কোনো তথ্য আসেনি।

তা ছাড়া তারাও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে রমজানের চাঁদ দেখতে না পাওয়ায় শাবান মাস ৩০ দিনে পূর্ণ হল। সেই হিসাবে বৃহস্পতিবার রমজান মাসের প্রথম দিন ঘোষণা করা হয়।

এদিকে বৃহস্পতিবার থেকে ১ রমজান শুরু হওয়ায় এবার রমজানের সিয়াম ২৯টি হবে বলে আশা করা হচ্ছে। তাই সৌদি আরবে ঈদুল ফিতর হতে পারে ১৫ জুন।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর