,

it-shop.Com

‘দেবদাস’ থেকে ‘জলসাঘর’

Spread the love

অনলাইন ডেস্ক : শরৎচন্দ্রের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’। এই উপন্যাস অবলম্বনে বড় পর্দা ও ছোট পর্দায় অনেক কাজই হয়েছে। এবার জনপ্রিয় নাট্যনির্মাতা জাকারিয়া সৌখিন নতুন মোড়কে আবার ‘দেবদাস’ অবলম্বনে নির্মাণ করেছেন ঈদের একটি টেলিফিল্ম।

টেলিফিল্মটির প্রধান তিন চরিত্রে এবার দেখা যাবে অপূর্ব,মেহজাবিন ও জাকিয়া বারী মমকে। তবে পুরো গল্পটি এবার নির্মিত হবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে। আর তাই মূল গল্প ঠিক রেখে সব কিছুতেই পরিবর্তন আসতে যাচ্ছে।

নতুন মোড়কে নির্মিত এই ‘দেবদাস’-এর নাম রাখা হয়েছে ‘জলসাঘর’। চরিত্রগুলোর নামও পাল্টে গেছে। দেবদাসের নাম রাখা হয়েছে ‘পবন’, পার্বতীর নাম ‘অবনী’ আর চন্দ্রমুখীর নাম ‘চারুলতা’।

এ বিষয়ে নির্মাতা বলেন, ‘দেবদাসের মতো প্রেমের উপন্যাস কখনো পুরোনো হয় না। গল্পের মূল বিষয়টি সব সময়ই নতুন। তাই বর্তমান সময়ে গল্পটিকে ভেবেছি। আর বর্তমান সময়কে প্রাধান্য দিতে গিয়েই অনেক কিছু পাল্টে গেছে। কিন্তু গল্পের মূল আবেগ ঠিক আছে।’

‘জলসাঘর’-এ অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘অবশ্যই খুব কঠিন একটি চরিত্র। অনেক বড় অভিনেতারা এ চরিত্রে অভিনয় করেছেন। আমি সেই একই চরিত্রে অভিনয় করতে যাচ্ছি, তাও বর্তমান সময়ে। অবশ্যই কঠিন। আমি চেষ্টা করবো।’

মেহজাবিন অভিনয় করছেন অবনী (পার্বতী) চরিত্রে। তিনি বলেন, ‘নির্মাতা যখন আমাকে প্রথম শেয়ার করেছিল বিষয়টি, বেশ ইন্টারেস্টিং লেগেছিল। বর্তমান সময়ে হলেও মূল গল্প তো একই। সবাই সেভাবেই বিচার করবে, দেখবে। তাই চ্যালেঞ্জিং প্রজেক্ট।’

জাকিয়া বারী মম বলেন,‘ভালো হবে আশা করি। আমার ভালো লেগেছে, চন্দ্রমুখীকে অনেক মানবিকভাবে নির্মাতা এবার উপস্থাপন করছেন। আসলে চন্দ্রমুখী অনেক উদার একটি চরিত্র। মূল গল্পে কিংবা সিনেমাগুলোতে এ বিষয়টি নাচ-গানের ভিড়ে হারিয়ে গেছে। কিন্তু আমাদের প্রজেক্টে ঠিক উল্টোটি ঘটবে।’

শিগগিরই ‘জলসাঘর’ টেলিফিল্মের শুটিং শুরু হবে। আর এটি ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর