,

it-shop.Com

শাহবাগে ছুরি কেড়ে নিয়ে হকারকে হত্যা

Spread the love

অনলাইন ডেস্ক : রাজধানীর শাহবাগ মোড়ে ছুরি বিক্রেতা এক হকারের ছুরি কেড়ে নিয়ে গলায় চালিয়ে দিয়ে তাকে হত্যা করেছে এক ব্যক্তি। হত্যাকারী ওই ব্যক্তি মাদকাসক্ত বলে ধারণা পুলিশের। আজ মঙ্গলবার সকালে শাহবাগ ফুট ওভারব্রিজে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ওই হকারের নাম নূর নবী (২৩)। তিনি ফুট ওভার ব্রিজের ওপর নিয়মিত বসে জিনিসপত্র বিক্রি করতেন। হত্যাকারী ওই ব্যক্তির নাম খায়রুল আনাম (৪৩)। ঘটনার পরপরই তাকে পিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয় জনতা।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে ফুট ওভার ব্রিজে নূর নবী ও খায়রুলের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এক পর্যায়ে নূর নবীর কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে তার গলায় আঘাত করে খায়রুল। গুরুতর আহত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হকার নূর নবীকে মৃত ঘোষণা করেন।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ঘটনার পরপরই স্থানীয় জনতা খায়রুলকে ধরে পিটুনি দেয়। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর