,

it-shop.Com

গণমাধ্যমে প্রকাশ করা হবে ঋণ খেলাপিদের নাম : অর্থমন্ত্রী

Spread the love

 

অনলাইন ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ঋণ খেলাপিরা জাতির ভয়ঙ্কর ক্ষতি করছেন। যে টাকাটা অন্যখানে বিনিয়োগ করা যেতো, ঋণ খেলাপিরা সে টাকা গুম করে দেন। সময় সময় গণমাধ্যমে এই ঋণ খেলাপিদের নাম-ঠিকানা প্রকাশ করা হবে।

বুধবার সংসদে জাতীয় পার্টির সদস্য রুস্তম আলী ফরাজীর এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ঋণ খেলাপিদের তালিকা কয়েক দফায় জাতীয় সংসদে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে সংসদ সদস্যরা সহযোগিতা করেছেন। সংসদ সদস্যরা লিস্ট দেখতে চেয়েছেন। আমি সেভাবে কয়েকবার ঋণ খেলাপিদের নাম দিয়েছি।

তিনি আরও বলেন, তবে ঋণ খেলাপিদের নাম ঠিকানা কখনও কাগজে (পত্র-পত্রিকায়) প্রকাশের চিন্তা করিনি। বিষয়টি এখনও ভেবে দেখিনি। তবে নিশ্চয়ই করতে পারি। এই প্রস্তাবটি বিবেচনার উপযুক্ত বলে মনে করি। ভবিষ্যতে এটি বিবেচনা করা যেতে পারে। সময় সময় তাদের নাম প্রকাশ করা যেতে পারে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর