অনলাইন ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্য বেড়ে দাঁড়িয়েছে ২৫৭ জনে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর আল জাজিরার।
স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসিও নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে। আজ বুধবার সকালে রাজধানী আলজিয়ার্সের বুফারেক সামরিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় টেলিভিশন চ্যানেলের খবরে দেখা যায়, ঘটনাস্থলে ১৪টি অ্যাম্বুলেন্স উপস্থিত হয়েছে। এরইমধ্যে দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ইনাহারের বরাতে রয়টার্স জানিয়েছে, বৌফারিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে সামরিক বাহিনীর শতাধিক সদস্য ছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, উড়োজাহাজ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন দেশটির সেনাপ্রধান। তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। তবে বিবৃতিতে হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি।
গত ৪ বছর আগে পরিবারসহ সেনা সদস্যদের বহনকারী একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭৭ জন নিহত হয়।