,

it-shop.Com

রণবীরের নায়িকা বাণী

Spread the love

অনলাইন ডেস্ক : যশ রাজ ফিল্মের পরবর্তী ছবি ‘শমসেরা’ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন বাণী কাপুর। এরই মধ্যে যশরাজ ফিল্মের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, ছবিতে রণবীরের বিদ্রোহী মিশন যাত্রায় বাণী একজন সহযাত্রীর ভূমিকায় অভিনয় করছেন।পরিচালক মালহোত্রা বলেছেন, চরিত্রটির জন্য বাণী দারুন মানানসই। অভিনেত্রী হিসেবে তিনি যেমন দারুন তেমনি তার সৌন্দর্যও আকর্ষনীয়। তিনি আরও বলেন, নায়িকা হিসেবে আমরা এমন একজনকে চাচ্ছিলাম যাকে দেখে দর্শকরা বিমোহিত হবে।

‘শমসেরা’ হবে বাণী কাপুর অভিনীত তৃতীয় ছবি। এর আগে ২০১৩ সালে বাণী ‘শুধ দেশি রোমান্স’ এবং ২০১৬ সালে ‘বেফিকর’ ছবিতে অভিনয় করেন।এ বছরের শেষে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর