,

it-shop.Com

যেভাবেই হোক আ. লীগকে জয়ী হতে হবে : এরশাদ

Spread the love

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে কী হবে তা আমি বলতে চাই না। আমাকে সঙ্গে নিয়ে হোক আর যেভাবেই হোক আওয়ামী লীগকে জয়ী হতে হবে।

তিন দিনের সফরে রংপুরে পৌঁছে আজ রোববার দুপুরে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরশাদ এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচন করবে। আর নির্বাচন করলেই তা গ্রহণযোগ্য হবে। আওয়ামী লীগ দেশে অনেক উন্নয়ন করেছে কিন্তু মানুষের মন জয় করতে পারেনি।’

আওয়ামী লীগ ও বিএনপির তুলনা করে জাপা চেয়ারম্যান বলেছেন, ‘বিএনপির চেয়ে আওয়ামী লীগ তুলনামূলক ভালো দল। তাই আমি আওয়ামী লীগকে সমর্থন দিয়েছি।’

সাবেক এই সেনাপ্রধান বলেন, ‘আগে ঘরে খুন বাইরে গুম বলতাম। এখন বলি ঘরে ধর্ষণ বাইরে চাকায় পিষ্ট। প্রতিনিয়ত মানুষ মরছে। মানুষের জীবনের কোনো মূল্য নেই। মেয়েরা ঘরে ধর্ষিত হচ্ছে। এসবের বিচার পাচ্ছে না। নারীদের নিরাপত্তা না থাকায় দেশে বাল্য বিয়ের হার বেড়েছে।’

খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন দেওয়া অত্যন্ত কঠিন। ওই দুই সিটি নিরপেক্ষ নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। তবে আশা করি নির্বাচন যেন সুষ্ঠু হয়।’

এরশাদ বলেন, ‘জাতীয় পার্টিকে বিলীন করার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু তা পারেনি। মানুষের ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি টিকে আছে।’
এসময় এরশাদ সদ্য প্রয়াত কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মাইদুল ইসলাম মুকুলের শূন্য আসনে ডাক্তার আক্কাছ আলী সরকারকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এসময় জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব) খালেদ আখতার, মহানগর জাপার সেক্রেটারি এসএম ইয়াসীর, জাপা নেতা ডা. আক্কাস আলী সরকার ও হাজী আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর