,

it-shop.Com

স্ত্রীর সামনেই স্বামীর আত্মহত্যা

Spread the love

অনলাইন ডেস্ক : ইপিজেডে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সামনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী মো. সালাউদ্দিন (২০)। এঘটনায় স্ত্রী রুনু আক্তারকে (১৮) থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শনিবার রাত ৯ টার দিকে ইপিজেড থানাধীন কলসী দীঘির পাড়স্থ হাশেম ড্রাইভারের ভাড়া বাসায় এঘটনা ঘটে। সালাউদ্দিনের বাড়ি ভোলা জেলায়। তিনি একটি পোশাক কারখানার কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, সালাউদ্দিন তিন মাস আগে ভালেবেসে বিয়ে করেছিলেন স্ত্রী রুনু আক্তারকে। অভাব অনটনের কারণে প্রতিনিয়ত তাদের সংসারে লেগে থাকতো ঝগড়া বিবাদ। যার রেশ ধরেই স্ত্রীর সামনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সালাউদ্দিন।

ইপিজেড থানার এসআই রাজীব জানান, পারিবারিক কলহের জেরেই সালাউদ্দিন তার স্ত্রীর সামনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। স্ত্রী রুনু আক্তারকে জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর