,

it-shop.Com

দিনের পর দিন দুই সন্তানকে ধর্ষণ

Spread the love

অনলাইন ডেস্ক : ভারতের মুম্বাই শহরে দুই সন্তানকে ধর্ষণের অভিযোগে ৪২ বছর বয়সী এক ফ্যাশন ডিজাইনারকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার মুম্বাইয়ের ভাকোলা এলাকায় এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা পিটিআই জানায়, ওই ব্যক্তির দুই মেয়ের বয়স ১৭ বছর ও ১৩ বছর। দুজনের মধ্যে বড় মেয়েই বাবার নির্যাতনের ঘটনাটি সামনে আনে।

কৈলাশচন্দ্র আভাদ নামের এক পুলিশ কর্মকর্তা জানান, মেয়েদের ওপর শারীরিক অনাচারের প্রতিবাদ জানান তাদের মা। জবাবে স্বামীর কাছ থেকে হয়রানি ছাড়া আর কিছুই মেলেনি। পরে ওই নারী তার দুই মেয়েকে নিয়ে থানায় যান এবং স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন।

এ ঘটনার পর ওই ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির মামলা দায়ের করেছে পুলিশ।

বাবার নির্যাতনের শিকার দুই মেয়ের একজন জানায়, গত দুই বছরে তার বাবার তাদের ওপর যৌন নির্যাতন চালিয়েছে। এই কথা যেন ফাঁস না হয় সেজন্য তাদের পড়ালেখার খরচ বন্ধ করে দেওয়া ও বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

এর আগে গত বছর নভেম্বরে ওই ব্যক্তি তার ১৩ বছর বয়সের মেয়েকে ধর্ষণ করেন বলে জানায় পুলিশ।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর