,

it-shop.Com

মানতাসার প্রথম নায়ক হচ্ছেন তাহসান

Spread the love

অনলাইন ডেস্ক :‘লাক্স সুপারস্টার’ হওয়ার পরই সুখবর পেলেন পাবনার মেয়ে মিম মানতাসা। জীবনের প্রথম অভিনয়ে তিনি নায়ক হিসেবে পাচ্ছেন গায়ক ও অভিনয়শিল্পী তাহসান খানকে। ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার এবারের আসরের অন্যতম বিচারক ছিলেন তাহসান। শিগগিরই এ নাটকের শুটিং শুরু হবে বলে জানা গেছে। গত শুক্রবার ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার এবারের চ্যাম্পিয়ন মানতাসা বলেন, ‘অনুভূতিটা অদ্ভুত। সবকিছুই অন্যরকম লাগছে। আমার তো বিশ্বাসই হচ্ছিল না। তবে এটুকু বলব, স্যার অনেক ভালো। প্রতিযোগিতার সময় অনেক সহযোগিতা করেছেন।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের স্নাতক শেষ বর্ষের শিার্থী মিম মানতাসা। ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতেন। এবারই প্রথম কোনো রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন। তিনি বলেন, ‘আগে শুধু পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতাম। এই প্রতিযোগিতায় আসার পর গত কয়েক মাসে নাচ, গান, অভিনয় সবই করছি। আমার জীবনের অন্যরকম এক অভিজ্ঞতা। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেকে সামনের দিনগুলোর জন্য প্রস্তুত করব। নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে চাই। অভিনয় শিখতে চাই।’

মিম মানতাসা আরও বলেন, ‘চ্যাম্পিয়ন হব ভেবে এখানে আসিনি। কিছু একটা করতে হবেই এ চ্যালেঞ্জ নিয়ে এসেছিলাম। বিচারকদের রায়, সবার ভালোবাসা আর দোয়ায় শেষ পর্যন্ত বিজয়ী হয়েছি। আমার নাম যখন ঘোষণা করা হয়, তখন মাকে খুঁজছিলাম, কিন্তু কোথাও পাইনি।’

it-shop.Com

     এই বিভাগের আরও খবর