,

it-shop.Com

আলিফ-তানহার ‘পাগলামি’

Spread the love
  1. আলিফ-তানহার ‘পাগলামি’

লাক্স চ্যানেল আই সুপারস্টারখ্যাত অভিনেত্রী তানিন তানহা ও মডেল আলিফ একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করলেন সম্প্রতি। ‘পাগলামি’ নামের এ ফিল্মে প্রথমবারের মতো পোড়ামুখ তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তানহা।

এ ফিল্মের জন্য ‘পাগলামি’ শিরোনামে গান লিখেছেন আরিফুল ইসলাম মামুন। গানটির সুর করেছেন আরিফুল ইসলাম মামুন ও মাসুদ খান। এতে কন্ঠ দিয়েছেন নদী ও মাসুদ খান। মিউজিকে ছিলেন মুশফিক লিটু। আর ফিল্মটি পরিচালনা করেছেন সাজিন খান।

এ বিষয়ে তানহা বলেন, প্রথমবারের মতো নির্মাতা সাজিন খানের সঙ্গে কাজ করলাম। সবাই কাজটি সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করেছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।আর আলিফ বলেন, আমি কাজটি খুব এনজয় করেছি। গল্পটি অসাধারণ। কাজের মধ্যেও ভিন্নতা ছিল। আশা করছি ভালো কিছু পাবেন দর্শকরা।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর