,

it-shop.Com

শাড়ি পরতে দিয়েছিল মশারির মতো : শ্রীলেখা

Spread the love
অনলাইন ডেস্ক:
স্বস্তিকা ছেড়ে দেয়ার পর আলোচিত ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’তে অভিনয়ের প্রস্তাব দেয়া হয় জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখাকে। কিন্তু শেষ পর্যন্ত নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে বনাবনি হয়নি।
শেষে ওই চরিত্রে চূড়ান্ত করা হয় ভোজপুরি এক অভিনেত্রী।নির্মাতারা জানান, ওজন কমাননি বলে তারা শ্রীলেখাকে বাদ দিয়েছেন। তবে শ্রীলেখা বলেছিলেন, কুরুচিপূর্ণ কনটেন্টের কারণে তিনিই কাজটা করেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, ইন্ডাস্ট্রিতে তো সকলেই জানে, আমি মোটাসোটা। সেই হোমওয়ার্কটা করে নিয়ে নির্মাতাদের আসা উচিত ছিল! আমাকে লুক টেস্টে যে শাড়িটা পরতে দেওয়া হয়েছিল, সেটা একেবারে মশারির মতো! এ রকম স্লিজ শো আমি কেন করব? আর ওদের বাঙালি বউদি চাই, না কি ভোজপুরি বউদি চাই- সে ব্যাপারেও একটু পরিষ্কার থাকা উচিত ছিল।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর