লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুর পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ সাগর হোসেন এবারে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। লেখাপড়া করে ভবিষ্যতে তার পররাষ্ট্র সচিব হওয়ার স্বপ্ন। নানা টানাপোড়েনের মধ্য দিয়ে চলে তাদের তিন সদস্যের ছোট্ট সংসার। দারিদ্রতা কোন ভাবেই দমাতে পারেনি মেধাবী সাগরকে। মা ববিতা খাতুনের আদরের একমাত্র সন্তান সাগর। দেড় শতক ভিটের ওপর তাদের বসবাস। নেই কোন আর্থিক স্বচ্ছলতা। বেড়া দেয়া একচালা টিনের ঘরের মাঝখানে চাটাই দিয়ে পাটিশন দেয়া। এক রুমে থাকে সাগর আর অন্য রুমে থাকে তার মা-বাবা। কোন দিন খেয়ে না খেয়েই তাদের জীবন চলে। তবে সাগরের লেখাপড়ায় কমতি ছিলনা কখনই। দিনমজুরের কাজ করায় প্রতিদিন গড়ে তিন ঘন্টার বেশি লেখাপড়া করার সময় সে পায়নি। এরপরও গুরুদাসপুর উপজেলায় সাগর পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে তিনজনের একজন হয়েছে। বাবা আলাল প্রামাণিক জানান, তার সাথেই অন্যের জমিতে সাগর দিনমজুরের কাজ করতো। ওই মজুরীর টাকা দিয়েই পড়ার খরচ যোগাতো সে। এখন কি ভাবে সে উচচ্চ শিক্ষা নিয়ে এগুবে সেটাই তাদের ভাবনা।