,

it-shop.Com

মঙ্গলে যাচ্ছে সাড়ে ৯ ‌বছরের বালক!

Spread the love

অনলাইন ডেস্ক : মঙ্গলে যাচ্ছে সাড়ে নয় ‌বছরের বালক। অবশ্য তার জন্য মহাকাশযানে চড়ে ভিনগ্রহে যাত্রা করতে হচ্ছে না তাকে। যাচ্ছে শুধু তার নাম।

সাড়ে নয় বছরের ভারতীয় বালক প্রতীক জি কে’র সঙ্গে আরও ১ লক্ষ ৩৮ হাজার ৮৯৮ জন ভারতীয়র নাম পাঠানো হচ্ছে মঙ্গলগ্রহে। ইলেকট্রন বিমের সাহায্যে সিলিকন ইলেকট্রন মাইক্রোচিপে করে মঙ্গলে এই নাম পাঠানো হচ্ছে।

নাসার মঙ্গল অভিযান কমিটির শিশু বিভাগ্যের সদস্য চেন্নাইয়ের প্রতীক। নাসার তরফে গোটা পৃথিবীতেই নাম পাঠানোর জন্য আহ্বান জানানো হয়েছিল। সেই সময় সাড়া দিয়েছিল প্রতীক। ২০১৮ সালের ২৬ নভেম্বর মঙ্গলের ‘‌এলিসিয়াম প্লাটিনিয়া’‌ এলাকায় পৌঁছাবে ইলেকট্রন বিম। মঙ্গল থেকে নানারকমের তথ্যও সংগ্রহ করা হবে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর